ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা :
ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষযক অধিদপ্তরের আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থা ও নারী শান্তি সহায়ক প্লাটফর্মের সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ পালন করা হয়েছে। এ লক্ষে মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় এবং উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা নওশীন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আজিজা আক্তার ঝুমা প্রমুখ। পরে উপজেলা পর্যায়ে পাঁচজন শ্রেষ্ঠ অদম্য নারীকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন- অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী মোছাঃ সালমা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নাজমা বেগম, সফল জননী নারী মোছাঃ বদরুল লায়েল লিলি, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী মোছাঃ লায়লা আরজু ও সমাজ উন্নয়নে শামছুন নাহার।




