নজরুল বিশ্ববিদ্যালয়ে ছালেমা-দীপালি মেধাবৃত্তি প্রদান

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে ‘ছালেমা-দীপালি মেধাবৃত্তি- ২০২৫’ প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের তৃতীয় তলায় তরুণের সাধনা সম্মেলন কক্ষে এই মেধাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাাপ্ত শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ ও সনদ প্রদান করেন। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো. মাহবুব হোসেন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান।
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলার উদ্যোগ ও অর্থায়নে এই মেধাবৃত্তি প্রদান করা হয়। এবারই প্রথম চালু হওয়া এই বৃত্তি প্রতি বছর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক সম্মান চূড়ান্ত পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে ১০ হাজার টাকা এবং সনদ প্রদান করা হবে। বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শ্যামলী জাহান মুক্তা স্নাতক সম্মান চূড়ান্ত পরীক্ষায় প্রথম স্থান অর্জন করায় তাঁকে এই মেধাবৃত্তি প্রদান করা হয়।

পূর্বের খবরত্রিশালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ পালন
পরবর্তি খবরনজরুল বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকান্ডে আত্মরক্ষার্থে করণীয় শীর্ষক কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত