নজরুল বিশ্ববিদ্যালয়ে বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ

ফারুক আহমেদ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। রবিবার সকালে বিশ^বিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রেেফসর ড. মো. জাহাঙ্গীর আলম। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও স্থানীয় শশী ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। সাংবাদিক মোখলেছুর রহমান সবুবের সঞ্চালনায় এসময় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, শশী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম কিরন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কো-অর্ডিনেটর ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল ও মেধাবী মোট ৫২জন শিক্ষার্থীকে ৬ হাজার ১৫৫ টাকার বৃত্তির চেক প্রদান করা হয়।

পূর্বের খবরত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন মহাপরিচালক
পরবর্তি খবরঅনলাইন জুয়া ও মাদক মুক্ত যুব সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই – ফারাহ্ শাম্মী এনডিসি