আরিফ রববানী ময়মনসিংহ।
ময়মনসিংহে ভাবগম্ভীর পরিবেশে মুক্ত দিবস উদযাপন
মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর দখলমুক্ত হয় ঐতিহ্যবাহী এই শহর। দিবসটির তাৎপর্য স্মরণে বুধবার ভোর থেকে পুরো নগরজুড়ে বিরাজ করে উৎসবমুখর আবহ। জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে দিনব্যাপী ছিল নানা কর্মসূচি।
সকালে ছোট বাজার মুক্তমঞ্চে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মুক্ত দিবসের কর্মসূচির সূচনা করা হয়। পরে বেলুন ও সাদা কবুতর উড়িয়ে ময়মনসিংহ মুক্ত দিবস–২০২৫ উদযাপনের আনুষ্ঠানিকতা ঘোষণা করেন অতিথিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান,পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুদ প্রধান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা।
এছাড়াও উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহওরাদ্দি,কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর নাজমূস সাকিব,জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
দিবসকে কেন্দ্র করে নগরের বিভিন্ন স্থানে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।মুক্তিযোদ্ধারা বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মুক্ত দিবস উপলক্ষে নগরের প্রধান সড়ক, সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও মুক্তিযুদ্ধভিত্তিক স্থাপনাগুলো সাজানো হয় আলোকসজ্জায়। সারাদিনজুড়ে ছিল দেশপ্রেম ও বিজয়ের আনন্দের জোয়ার।




