আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, বিশেষ প্রচার ও চলচ্চিত্র প্রদর্শনী করেছে জেলা তথ্য অফিস।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে নগরীর নাটক
ঘরলেনস্থ তথ্য অফিসের সম্মেলন কক্ষে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্য নিয়ে এ সভায় তরুণ প্রজন্মের প্রতিনিধিরা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, সুশাসনভিত্তিক বেসরকারি সংস্থা প্রতিনিধি ও তথ্য অফিসের সদস্যরা নৈতিক বোধ ও তরুণ প্রজন্মের করণীয়সহ প্রাসঙ্গিক প্রাণবন্ত আলোচনায় অংশ নেন।
জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদের সভাপতিত্বে সভার প্রধান অতিথি সুশাসনের জন্য নাগরিক (সুজন) সংস্থার ময়মনসিংহের আঞ্চলিক সমন্বয়ক আলী ইউসুফ বলেন, দুর্নীতি প্রতিরোধের জন্য শুধু আইন-কানুন-কমিশনই যথেষ্ট নয়, এজন্য প্রয়োজন মানুষের প্রতি সহমর্মিতা ও নৈতিক বোধ। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক লিয়া আফরোজ ও সদস্য রোকেয়া বেগম বিশেষ অতিথির বক্তব্যে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতি প্রতিরোধের আহবান জানান।
তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার শেখ মো. শহীদুল ইসলাম, সহকারী পরিচালক আফসানা ফেরদৌস মিষ্টি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ফিল্ড অফিসার সাবিনা ইয়াসমিন, আরএইচস্টেপ সংস্থার ‘অপরাজেয় তারুণ্য’ কর্মসূচির সমন্বয়ক রেসমিনা হক, তরুণ প্রজন্মের প্রতিনিধি সিলমন আহমেদ, মনিরুল ইসলাম, সোহাগ ইসলাম প্রমুখ নীতিবোধে আলোকিত জীবন গঠন নিয়ে খোলামেলা আলোচনা করেন। আলোচনা শেষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর নির্মিত দুর্নীতিবিরোধী চলচ্চিত্র ‘ভালো থাকব, ভালো রাখব’ প্রদর্শনীর মাধ্যমে সভা সমাপ্ত হয়।
পাশাপাশি এ দিন সকালে দুর্নীতি দমন কমিশন আয়োজিত মানববন্ধনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক শ্লোগান প্রচার ও সন্ধ্যায় নগরীর টাউন হল চত্বরে দুর্নীতিবিরোধী চলচ্চিত্র প্রদর্শনী আয়োজনের মাধ্যমে তথ্য অফিস দিবসটির মর্মার্থ জনগণের কাছে তুলে ধরেছে।




