নজরুল বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকান্ডে আত্মরক্ষার্থে করণীয় শীর্ষক কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ‘ভূমিকম্প ও অগ্নিকান্ডের সময় আত্মরক্ষার্থে করণীয়’ শীর্ষক কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের চতুর্থ তলায় ‘নবযুগ মিলনায়তনে’ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফসর ড. মো. মিজানুর রহমান। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী (পিএফএম) এবং সমন্বয়ক হিসেবে বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, রোভার স্কাউট ও শ্রেণি প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালা শেষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনের খেলার মাঠে ভূমিকম্প ও অগ্নিকান্ডের সময় আত্মরক্ষার্থে করণীয় বিষয়ে এক মহড়া অনুষ্ঠিত হয়।

পূর্বের খবরনজরুল বিশ্ববিদ্যালয়ে ছালেমা-দীপালি মেধাবৃত্তি প্রদান