ত্রিশালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
‘দুর্নীতিরি বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’ শ্লোগানকে সামনে নিয়ে যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহের ত্রিশালে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (৯ ডিসেম্বর) নানা কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মধ্যে দিয়ে কর্মসূচী শুরু হয়।

পরে উপজেলা পরিষদ রোডে মানববন্ধন করে প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম কামরুল হাসানের ভাপতিত্বে ও ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দুপ্রক সদস্য এইচ এম জোবায়ের হোসাইনের সঞ্চালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ প্রমূখ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহ মোঃ মাহবুব হাসান।

পূর্বের খবরদুর্নীতি বাংলাদেশের একটি গুরুতর ও জটিল সমস্যা- ময়মনসিংহে বিভাগীয় কমিশনার
পরবর্তি খবরত্রিশাল মুক্ত দিবসে বর্ণাঢ্য বিজয় র‍্যালী ও আলোচনা