ইসলামপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত

মোঃ মনির হোসেন ইসলামপুর (জামালপুর):
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল ও পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ মাগরিব উপজেলার উত্তর কিসামতজাল্লা হাবিবিয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাতের মাধ্যমে তারা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দ্রুত রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহাম্মেদ (বিপুল মাস্টার) উপস্থিত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন,
আজকের এই আয়োজনে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদেরকে সত্যিই অনুপ্রাণিত করেছে। আমরা সবাই মিলে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আন্তরিকভাবে দোয়া করেছি। দেশের গণতন্ত্রের প্রতীক, আমাদের হৃদয়ের প্রিয় এই নেত্রী খুব শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এটাই আমাদের দৃঢ় বিশ্বাস ও প্রত্যাশা। তাঁর সুস্থতা শুধু আমাদের নয়, জাতীয় রাজনীতিতেও নতুন আশার আলো বয়ে আনবে। আমরা তাঁর সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য সর্বদা দোয়া অব্যাহত রাখবো।
তিনি আরও বলেন,
এই কঠিন সময়ে দলীয় নেতা-কর্মীদের ঐক্য, ভালোবাসা ও দোয়া আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। সবার সহযোগিতা ও দোয়ার ফলে ইনশাআল্লাহ আমরা আবারও আমাদের নেত্রীকে আগের মতো কর্মক্ষম ও প্রফুল্ল রূপে ফিরে পাবো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তর কিসামতজাল্লা মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম মাস্টার, সাধারণ সম্পাদক এড. নিজাম উদ্দিন, মসজিদের ইমাম মাওলানা ক্বারি মো. আবুল হোসেন সোহাগ, মোয়াজ্জেম আজাদ শাহ ফকির, হাবিবিয়া আরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আল আমিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহাম্মেদ পাপনসহ আরও অনেকে।

দোয়া মাহফিল শেষে উপস্থিতদের মাঝে তাবারুক বিতরণ করা হয়। শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

পূর্বের খবরদুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে তথ্য অফিসের সভা, প্রচার ও সিনেমা