স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষে মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা পরিষদের সামনের রাস্তায় মানববন্ধনে প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী,শিক্ষক ও সুধীজন অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদের রাশেদুজ্জামান হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী।
ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ.কে.এম কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশণার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহ মাহবুব হাসান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ত্রিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এ এইচ এম জোবায়ের হোসাইন।




