মানবাধিকার কর্মী এনসিপি নেতা এড,মাহবুবকে এমপি নির্বাচিত করতে ঐক্যবদ্ধ ত্রিশালবাসী

আরিফ রববানী ময়মনসিংহ।।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭আসনে জাতীয় নাগরিক পার্টির শাপলা কলি প্রতীকের প্রার্থী হিসেবে বিশিষ্ট আইনজীবী, মানবাধিকার কর্মী এডভোকেট এটিএম মাহবুব উল আলমকে এমপি হিসাবে দেখতে চায় ত্রিশালবাসী।

জানা গেছে-ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে তরুণ প্রজন্মের অহংকার, সৎ, সাহসী ও প্রতিবাদী কণ্ঠস্বর বিশিষ্ট আইনজীবী মানবাধিকার কর্মী এডভোকেট এটিএম মাহবুব উল আলম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শাপলা কলি প্রতীকে আসন্ন নির্বাচনে মনোনয়ন চেয়েছেন। তিনি এন পি এস গন মাধ্যম মানবাধিকার সংস্থা ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও সংস্থাটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান।সম্প্রতি এন পি এস গন মাধ্যম মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক সম্মেলনে তাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করায় ত্রিশালে মানুষের মাঝে উচ্ছ্বাসের তৈরী হয়েছে। তারা ফুলের মালা দিয়ে বরণ করে নেন প্রিয় মানুষটিকে। বিগত দিন তিনি ময়মনসিংহ জেলায় মানবাধিকার কর্মীদের সাথে নিয়ে অসহায় ও অধিকার বঞ্চিত মানুষের অধিকার বাস্তবায়নের সংগ্রাম লড়াইয়ে রাজপথে থাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার প্রাথীতায় ব্যাপক সারা পড়েছে। গত ৫ আগস্টের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সুনামের সহিত তার দায়িত্ব পালন করেছেন। এলাকায় রাস্তাঘাট, ব্রিজ কালভার্টসহ নানা ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন অগ্রগতি আনতেও বিভিন্ন স্থানে লবিং করে মানুষের পক্ষে কাজ করেছেন।

ত্রিশাল উপজেলার রাজনৈতিক মহল, সুশীল সমাজ ও সাধারণ মানুষের মতামতে তারা বলেন, ত্রিশালের রাজনৈতিক ইতিহাসে মানবাধিকার কর্মী এডভোকেট মাহবুব উল আলমের মতো সৎ ও ভালো মানুষ এইবারেই প্রথম নির্বাচনী মাঠে । তাই তারা এই সুযোগ হাতছাড়া করতে চান না। এবার তারা এডভোকেট এটিএম মাহবুব উল আলম কে নিয়েই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে থাকবেন এমনটাও জানিয়েছেন।

ত্রিশাল উপজেলার তৃণমূল জনগণের মতে- এডভোকেট এটিএম মাহবুব উল আলম একজন জনবান্ধব ও নিরহংকারী স্পষ্টবাদী ভালো মনের মানুষ। কোন মানুষ বিপদে পড়ে বা যেকোন বিষয়ে জজকোর্টে মামলা মোকদ্দমা করতে গেলে তিনি একজন উকিল হিসাবে বিনা খরচে মানুষের পাশে থেকে মামলা মোকাবিলা করেন। ময়মনসিংহ-৭ আসনে বর্তমান সময়ে তার মত একজন সৎ যোগ্য প্রার্থী জাতীয় নাগরিক পার্টির এমপি হিসাবে দায়িত্ব পেলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল ও আধুনিক ত্রিশাল গড়তে সাধারণ জনগণের স্বার্থে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও জানান তারা।

এডভোকেট এটিএম মাহবুব উল আলম গণমাধ্যম কর্মীদের জানান, এমপি-মন্ত্রী হওয়া আমার জন্য লাভজনক কোন বিষয় না। ময়মনসিংহ-৭ আসনের তৃণমূল জনতা ও সাধারণ ভোটারদের ভাগ্যের পরিবর্তন ও জীবনমান উন্নয়নের লক্ষেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মনোনয়ন ফর্ম ক্রয় ও জমা দিয়েছি।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে সাধারণ জনগণের ভোটের মাধ্যমে জয়লাভ করে মানুষের ভাগ্য উন্নয়নের পরিবর্তন ঘটাব এবং আধুনিক মডেল ত্রিশাল উপজেলা গড়বো, ইনশাল্লাহ। তিনি আরও বলেন- মানুষের আস্থা-বিশ্বাস-ভালোবাসা
আমানত হিসেবে নিয়ে ত্রিশালের সার্বিক উন্নয়নে বাকি জীবনটা কাটিয়ে দিতে চান এডভোকেট এটিএম মাহবুব উল আলম।

পূর্বের খবরইসলামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত
পরবর্তি খবরত্রিশালে মানহীন বীজ জব্দ ও ভ্রাম্যমান আদালতের জরিমানা