ইসলামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মনির হোসেন:
জামালপুরের ইসলামপুর উপজেলার ১১নং চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় আইড়মারী নতুন বাজারে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন।

প্রধান বক্তা উপস্থিত ছিলেন চরপুটিমারী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সামিউল হক রাজু।

আলোচনায় সভার উদ্বোধক উপস্থিত ছিলেন চরপুটিমারী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহানুর রহমান পলাশ।

উপজেলা যুবদলের সাবেক সদস্য মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এবং
ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ছামিদুল ইসলাম সানীর সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,
সাবেক উপজেলা যুবদলের সদস্য আজিজুর রহমান, চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা যুবদলের কার্যকরী সদস্য- লুৎফর রহমান, চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক আবু হানিফ বুলবুল, চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান তারা, সাবেক যুগ্ম আহ্বায়ক নূর ইসলাম, যুব নেতা আল-আমিন আকন্দ, চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জামিল মোল্লা, যুব নেতা সোহেল রানা, সোহেল রানা ইরান, আনিসুর রহমান, হেলাল মন্ডল, জহুরুল ইসলাম, মাসুদ রানা, সেলিম মিয়া, সুলতান ব্যাপারী, সাদা মিয়া, বাহাদুর মন্ডল, এমদাদুল হক প্রমুখ

অনুষ্ঠানে সহযোগিতা করেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খান।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পূর্বের খবরইসলামপুরে নিজ পরিবারের ওপর নির্যাতনের অভিযোগ—পুলিশ কনস্টেবল রেজাউলের বিরুদ্ধে মা-ভাইবোনদের সংবাদ সম্মেলন
পরবর্তি খবরমানবাধিকার কর্মী এনসিপি নেতা এড,মাহবুবকে এমপি নির্বাচিত করতে ঐক্যবদ্ধ ত্রিশালবাসী