স্টাফ রিপোর্টার:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য ত্রিশালের কাজীর সিমলায় প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কাজীর সিমলা নজরুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ। বোর্ড কর্তৃক নির্বাচিত সভাপতি হয়েছেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মো. আনোয়ারুল কিবরিয়াকে। শনিবার দুপুরে নবনির্বাচিত সভাপতিকে ফুলেল জানিয়েছেন স্থানীয় বিশিষ্টজন ও শিক্ষার্থী অভিভাবকরা।
গত ১৪ অক্টোবর ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক কাজীর সিমলা নজরুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দেন। কমিটিতে সভাপতি নির্বাচিত করা হয় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মো. আনোয়ারুল কিবরিয়াকে। এতে সাধারন শিক্ষক সদস্য হলেন মোহাম্মদ কেফায়েত উল্লাহ, অভিভাবক সদস্য মোহাম্মদ এনামুল হক এবং সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. আবু মনসুর মোয়াফেক।
শনিবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি মো. আনোয়ারুল কিবরিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কাজীর সিমলা, রুদ্রগ্রাম, দুলালবাড়ী, পাড়ধানীখোলা ও দেওয়ানিয়াবাড়ী গ্রামের বিশিষ্টজনেরা ও শিক্ষার্থী অভিভাবকরা। পরে তাদের সঙ্গে মতবিনিময় করেন কমিটির নির্বাচিত সভাপতি ও সদস্যরা।
এসময় নবনির্বাচিত সভাপতি মো. আনোয়ারুল কিবরিয়া ঐতিহ্যবাহী কাজীর সিমলা নজরুল উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে ভুমিকা রাখতে এলাকার সকল শ্রেণিপেশার মানুষের আন্তরিক মতামত ও সহযোগিতা কামনা করেন।