ময়মনসিংহের অষ্টধারে সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের ৫ম শাহাদাত বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহঃ
ময়মনসিংহের অন্যতম কৃতি সন্তান, ময়মনসিংহ জেলা (দঃ)বিএপির সাবেক সফল সভাপতি, সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মরহুম এ কে এম মোশাররফ হোসেনের ৫ম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। উপলক্ষে সদর উপজেলার অষ্টধার ইউনিয়ন মৎস্যজীবী দলের উদ্যোগে এক দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়।

এই উপলক্ষে শুক্রবার (১৭ অক্টোবর) বাদ জুমা
ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের অষ্টধার বাজার সংলগ্ন হৃদয় মোড়ে মৎস্যজীবী দলের ইউনিয়ন কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি।

অষ্টধার ইউনিয়ন মৎস্যজীবী দলের অষ্টধার ইউনিয়ন মৎস্যজীবী দলের নেতা মোঃ লিটন মিয়ার সঞ্চালনায় উক্ত মাহফিলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় ময়মনসিংহ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ মতিউর রহমান মতি, অষ্টধার ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোঃ খলিলুর রহমান খেলো, অষ্টধার ইউনিয়ন বিএনপি নেতা কাজী মোঃ নাজমুল হুদা, মোঃ আবু সাইদ, নাজিমুদ্দিন নাজিম সহ অষ্টধার ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে বক্তারা মরহুম এ কে এম মোশাররফ হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশ ও জাতির প্রতি তাঁর অবিস্মরণীয় অবদান এবং এলাকার উন্নয়নে তাঁর ভূমিকা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন। তাঁর সততা, নিষ্ঠা ও আদর্শকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুসরণীয় হিসেবে উল্লেখ করা হয়। বক্তারা বলেন, এ কে এম মোশাররফ হোসেন ছিলেন একজন জনদরদী নেতা, যিনি তার রাজনৈতিক জীবনের প্রতিটি মুহূর্তে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর শূন্যস্থান পূরণ হওয়া কঠিন।

পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়, যেখানে মহান আল্লাহতালার দরবারে তাঁর জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির সমৃদ্ধি এবং দেশের চলমান সংকট থেকে মুক্তির জন্যও প্রার্থনা করা হয়। এই আয়োজন মরহুম নেতার প্রতি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের গভীর শ্রদ্ধা ও ভালোবাসারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পূর্বের খবরভালুকাবাসীর দীর্ঘদিনের দাবী পুরণে পাবলিক টয়লেট নির্মাণ কাজের উদ্বোধন করলেন ইউএনও
পরবর্তি খবরইসলামপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. সামিউল হক ফারুকীর পথসভা