পাকিস্তানি অভিনেত্রী-লেখক মিরা শেঠি। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় টিভি সিরিয়াল উপহার দিয়েছেন। দর্শকদের মুঠো মুঠো ভালোবাসাও কুড়িয়েছেন এই অভিনেত্রী। তবে বেশ কিছু দিন ধরে ব্যক্তিগত কারণে খবরের শিরোনামে রয়েছেন ৩৮ বছরের মিরা।
মিরা ব্যক্তিগত জীবনে বিলাল সিদ্দিকীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেন তারা। ২০১৯ সালে এই প্রেম পরিণয় লাভ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে বিলাল সিদ্দিকীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। খুব ঘনিষ্ঠজনদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।
মিরা-বিলালের বিচ্ছেদ নিয়ে অনেক দিন ধরে মিডিয়া পাড়ায় চর্চা চলছিল। তবে এ নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন মিরা। কয়েক দিন আগে একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিচ্ছেদ নিয়ে প্রথমবার মুখ খুলেন। তারপর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই নায়িকা।
বিলালের সঙ্গে মিরার বিবাহবিচ্ছেদ ঘটেছে। গত ২ বছর ধরে এ খবর গোপন রেখেছিলেন তারা। মিরা শেঠি বলেন, “কুচ আনকাহি’ ধারাবাহিকের কয়েক মাস আগে আমার ডিভোর্স হয়। ধারাবাহিকটির যখন শুটিং করছিলাম, তখন আমি অসম্ভব কঠিন সময় পার করছিলাম।”
কঠিন সেই পরিস্থিতি ব্যাখ্যা করে মিরা শেঠি বলেন, “আমি কৃতজ্ঞ ছিলাম। কারণ তখন আমার কাজ ছিল, যা আমাকে স্থির থাকতে সাহায্য করেছিল। আমি সকালে উঠে সেটে যেতাম। সজল, আহমেদ স্যার এবং নাদিম বেগ বিষয়টি জানতেন এবং আমাকে অপরিসীম সহানুভূতি ও সমর্থন দেখিয়েছিলেন।” তবে কী কারণে সংসার ভেঙেছে সে বিষয়ে কিছু জানাননি মিরা।
১৯৮৭ সালের ১২ জানুয়ারি পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন মিরা শেঠি। ২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েলেসলি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তার জুনিয়র বছরটি ইউনিভার্সিটি অব অক্সফোর্ডে কাটান। ওয়েলেসলিতে ইংরেজি ও দক্ষিণ এশিয়া বিষয়ে অধ্যয়ন করেন মিরা। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের দ্য ওয়াল স্ট্রিট জার্নালে সহকারী বই সম্পাদক হিসেবে দুই বছর কাজ করেন মিরা।
২০১৩ সালে ‘সিলভাটে’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে নাম লেখান মিরা শেঠি। একই বছর ‘মহব্বত সুবেকা সাঁতরা হ্যায়’ ধারাবাহিকে একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। এক যুগের অভিনয় ক্যারিয়ারে ‘জানাম’, ‘তুঝে নাম হামারা’, কুচ আনকাহি’সহ বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। তাছাড়া ‘সেভেন দিন মোহাব্বত ইন’ নামে একটি সিনেমায়ও দেখা গেছে মিরাকে।