
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, উপজেলা জামাতয়াতের আমির আ.ন.ম আব্দুল্লাহিল বাকী নোমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহম্মদ, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী হোসেন প্রমূখ।