
ফারুক আহমেদ :
ময়মনসিংহের ত্রিশালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ত্রিশাল পৌরসভার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৯ টায় ত্রিশাল পৌরসভার ইদারাতুল কোরআন মিলায়তনে অধিবেশন কাউন্সিলি অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে জমিয়তে উলামায়ে ইসলাম ত্রিশাল উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ত্রিশাল উপজেলা শাখার সভাপতি হযরত মাওঃ মুফতী ররুহুল আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ মোজাম্মেল, সাধারণ সম্পাদক, মুফতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক , মাওলানা আজিজুল হক সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন, মাওলানা আসাদুর রহমান প্রমুখ ।
উক্ত অধিবেশনে ২০২৫ থেকে ২০২৭ সালের ত্রিশাল পৌরসভার ২৫ সদস্য বিশিষ্ট কমিটিতে আহবায়ক হিসেবে হযরত মাওলানা ইরফান কবির এবং সাধারণ সম্পাদ আবু রায়হানকে নির্বাচিত করা হয়।