
ফারুক আহমেদ :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জন মানুষের কাছে পৌছে দিতে ময়মনসিংহের ফুলবাড়িয়া মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পুটিজানা ইউনিয়ন পালোয়ান মার্কেটে বিএনপির মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সরকার,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এজিএম ফাহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রচার সম্পাদকও উপজেলা বিএনপির সদস্য জননেতা আব্দুল করিম সরকার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বি এন পির সাবেক আহবায়ক এবি সিদ্দিক,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশিকুল হক আশিক,মাসুদ আহমেদ মাসুদ।এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস,পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফর কবির সালেক,যুবদল নেতা সবুজ তালুকদার,ফারুক হোসেন,কৃষক দলের প্রভাষক রেজাউল করিম,মৎস্যজীবী দলের আহবায়ক ডাঃ মোজাম্মেল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন,সদস্য সচিব আলামিন,যুগ্ম আহবায়ক ইমদাদুল হক মিলন,পৌর ছাত্রদলের আহবায়ক হাসমত আলী মন্ডল, কলেজ ছাত্রদলের আহবায়ক রোমান মিয়া,সদস্য সচিব রায়হান প্রমুখ।
আব্দুল করিম সরকার বলেন,বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। আওয়ামী লীগ ঘরে ঘরে মাদক ঢুকিয়ে দিয়েছে।খুনি হাসিনার বিচার হবে ইনশাআল্লাহ।প্রায় ৮ শতাধিক মানুষ ঘুম হয়েছে। দেশের জনগনকে বন্দ্যা গুলি দেখিয়েছে।গন হত্যার বিচার হবে।৫৭ জন অফিসার কে হত্যা করেছে।
তিনি আরও বলেন,আগামী দিনে ফুলবাড়িয়া উপজেলায় ধানের শীর্ষকে বিজয়ী করতে হবে।
উল্লেখ্য যে, মতবিনিময় সভায় সাবেক এমপি মরহুম আমিরুল ইসলাম হীরা,বিএনপির নেতা ডাঃ রহিম,রেজাউল করিমসহ ইউনিয়নের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।