ফারুক আহমেদ :
বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানার প্রতিবাদে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সন্ধ্যা সাতটার বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়ে তা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে এসে শেষ হয় এবং সেখানে শিক্ষার্থীদের মধ্য হতে চলমান বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়। এ সময় ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে ময়মনসিংহ জেলার ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী রাজু শেখ বলেন,”আগরতলায় অবস্থিত বাংলাদেশে উপ হাই-কমিশনে হামলা মানে বাংলাদেশে হামলারই শামিল। আমরা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। মোদি প্রশাসনকে বলতে চাই এই হামলার সঠিক বিচার না হলে ভারতকে এর জন্য চরম মূল্য দিতে হবে। বাংলাদেশের দিকে হাত যে বাড়াবে সে হাত আমরা ভেঙে দিব”।