ত্রিশালে যৌথ বাহিনীর অভিযানে আটক-২

41

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
বিগত ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ সহযোগী সন্ত্রাসী তানশেন এবং কিশোর গ্যাং লিডার নিশাত ত্রিশাল এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।

গত ২৯ নভেম্বর ভোরে মেজর মোঃ নোমান মুন্সির নেতৃত্বে ৩০ জন জনবল নিয়ে ত্রিশাল কোর্ট বিল্ডিং, দরিরামপুর এবং বীররামপুর এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত সন্ত্রাসী তানশেন এবং নিশাতকে আটক করা হয়েছে। আসামিদের প্রত্যেকের নামে মামলা রয়েছে এবং দীর্ঘদিন পলাতক থাকায় পুলিশের ধরা ছোয়ার বাইরে ছিল।

এছাড়াও ত্রিশাল এলাকার মাদক ব্যবসায়ী মোঃ হুমায়ুন কবির, বুলবুল আহমেদ, মোঃ রুবেলকে গ্রেফতার করা হয়। তারা প্রত্যেকেই বড় ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানান মেজর মো: নোমান মুন্সি। আটকের পর তাদের বাসায় তল্লাশি অভিযান পরিচালনা করে ৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীদের ত্রিশাল থানায় সোপর্দ করা হয়েছে।

মেজর মো: নোমান জানান, অপরাধী যত প্রভাবশালী এবং শক্তিশালী হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।

পূর্বের খবরত্রিশালে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
পরবর্তি খবরময়মনসিংহে অন্তঃসত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে স্বামীর আত্মহত্যা