নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস ২০২৪ উদযাপিত

71
oppo_0

ফারুক আহমেদ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের আয়োজনে মঙ্গলবার বিশ্ব দর্শন দিবস উদ্যাপিত হয়। বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম-এর নেতৃত্বে কেক কাটা, পায়রা অবমুক্তকরণ ও র‌্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. তারিফুল ইসলাম। অনুষ্ঠানে ‘২০২৪ গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিশ্ব দর্শন দিবসের প্রাসঙ্গিকতা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৈতিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক ও দর্শন বিভাগের প্রফেসর আ খ ম ইউনুস। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রভাষক মো. খাইরুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পূর্বের খবরফুলবাড়ীয়া কলেজ আন্দোলনে শহীদ ও বৈষম্যবিরোধী শহীদ স্মরণে সংবাদ সম্মেলন
পরবর্তি খবরত্রিশাল পিবি ফাউন্ডেশনের খাবার বিতরণ