৮ ক্রিকেটার ও এক কর্মকর্তাসহ ৯ জনকে নিষিদ্ধ করল বিসিবি

66

আচরণবিধি ভঙ্গের দায়ে ৮ ক্রিকেটার ও একজন ক্লাব কর্মকর্তাকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে তাদেরকে আর্থিকভাবেও জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদের পক্ষে এ খবর জানানো হয়েছে।

শাস্তি পাওয়া ক্রিকেটাররা হলেন, তেজগাঁও ক্রিকেট একাডেমির ইয়াসির আরাফাত, রিফাত আল ইমন, তাসিন আহমেদ রনবী, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয় ও দলের কর্মকর্তা রবিন এবং স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের মোহাম্মদ রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মাদ হৃদয়।

গত সোমবার, সাফায়ার স্পোর্টিং ক্লাব এবং তেজগাঁও ক্রিকেট একাডেমির ম্যাচ শেষে শুরু হয় দু’পক্ষের সংঘর্ষ। এরপর দ্রুতই তদন্ত কমিটি গঠন করে বিসিবি। সেই রিপোর্টের ভিত্তিতে এবার দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ক্রিকেট বোর্ড।

পূর্বের খবরত্রিশালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পরবর্তি খবরকোনো রাজনৈতিক দলকে খারিজের ইচ্ছা নেই: জামায়াতের আমির