ময়মনসিংহে যাত্রীবাহী বাস পুকুরে, নিহত-১,আহত-১০

107

ময়মনসিংহ ব্যুরো :
ময়মনসিংহে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই একজন নিহত ও অপর ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ সদর উপজেলার চরঈশ্বরদিয়া বড়বিলা পুডামারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে রাত পৌনে ৮টার দিকে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে এবং অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি বাসের কর্মচারী। আহতাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, বকশীগঞ্জ থেকে ঢাকাগামী নাফি-নামিরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

পূর্বের খবরবিদেশে যাওয়ার আগে অবশ্যই সবকিছু যাচাই-বাছাই করতে হবে- ইউএনও জুয়েল আহমেদ
পরবর্তি খবরচারণ সাংবাদিক সম্মাননা পেলেন ইত্তেফাকের মনোনেস দাস