কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

65

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
কবি নজরুল বিশ্ববিদ্যালয়েএর আয়োজনে মাদকের বিরুদ্ধে সচেতনতার লক্ষে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম।
বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মুখ্য আলোচক ড. মোঃ আশরাফুর রহমান,।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী. কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর মোঃ মিজানুর রহমান, ময়মনসিংহ পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মোঃ আজিজুল ইসলাম।
উপাচার্য জাহাঙ্গীর আলম তার বক্তব্য মাদকের কুফল সম্পর্কে বলেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদক জীবনকে কেড়ে নেয়, জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে, মাদক এমন মরণব্যাধি, আত্মঘাতিমূলক জীবন প্রবাহ, আত্মহননের অসৎ এবং কুৎসিত পথ, যা দুর্বিষহ করে জীবন, অন্ধকার আনে পরিবারে এবং পরিবার ধ্বংস করে দেয়।

পূর্বের খবরকবি নজরুল বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
পরবর্তি খবরত্রিশালে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা