ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহের ত্রিশালে। দিবসটি উপলক্ষে শুক্রবার বিকেলে পৌর শহরের লেকেরপাড় হতে বিশাল এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা ও পৌর বিএনপি ও তার সকল অঙ্গ এবং সহযোগি সংগঠনের যৌথ আয়োজনে আয়োজিত শোভাযাত্রাটি উপজেলা পরিষদ রোডে গিয়ে শেষ হয়।
পরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।
এসময় উপস্থিত ছিলেন, কাঠাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজহারুল ফয়েজ মুঞ্জু, ত্রিশাল ইউনিয়নরে সাবেক সভাপতি হারুন অর রশিদ, ধানীখোলা ইউয়িন বিএনাপর সাবেক সভাপতি ওয়ালিদ বিন খসরু, আমিরাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খাইরুল বাশার, সাখুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহ মোহাম্মদ গোলাম ইয়াহিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক প্রফেসর গোলাম ফারুক স্বপন, বইলর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, মঠবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উলামা দলের সভাপতি শাহাদাত হোসেন শামীম, শ্রমীক দলের সাবেক সভাপতি শফিকুল আলম শোভা, রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুম আলী মেম্বার প্রমূখ।