ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে হাফেজ মাওলানা আবু তাহের মিসবাহ ও হাফেজ ক্বারী মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মাওলানা ইদ্রিস আলী, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল্লাহ আল মামুন ফারুকী, অর্থ সম্পাদক হাফেজ নাজমুল হাসান, দপ্তর সম্পাদক হাফেজ আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ শামসুল আলম, শিক্ষা সম্পাদক হাফেজ আমানুল্লাহ। নির্বাহী সদস্যরা হলেন, হাফেজ মাওলানা নজরুল ইসলাম, হাফেজ এহসানুল হক, হাফেজ মাহদী হাসান, হাফেজ লুৎফর রহমান, হাফেজ মাওলানা মাঈন উদ্দিন হাসান।
কমিটির উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, হাফেজ মো: আজিজুল হক, হাফেজ মো: আব্দুস সালাম, মাওলানা এখলাস উদ্দিন, মুফতি জহিরুল ইসলাম, এইচ এম জোবায়ের হোসাইন, মুফতি ফখর উদ্দিন, মাওলানা আবু হানিফ মাহমুদ, মো: মমিনুল ইসলাম, মাওলানা তোফায়েল আহমেদ বৈলরী ও মাওলানা হাবিবুর রহমান।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর ময়মনসিংহ জেলা কমিটি সম্প্রতি নবগঠিত এ কমিটি অনুমোদন দেয়।