ফারুক আহমেদ :
ময়মনসিংহের ত্রিশালে জমে উঠেছে দলিল লিখক সমিতির নির্বাচন। আগামী ২৭ অক্টোবর সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রার্থীরা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। নির্বাচনকে ঘিরে আনন্দ উল্লাস বিরাজ করছে। পোস্টার ব্যানারেও ছেয়ে গেছে সমিতি প্রাঙ্গন। প্রার্থীরা ভোটারদের মন জয়ের লক্ষ্যে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। অনেক প্রার্থী ভোটারদেও বাড়িবাড়ি গিয়েও ভোট প্রার্থনা করছেন।
নির্বাচনে নতুন পুরাতন সমম্বয়ে তেরটি পদে মোট ৩৫জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এতে সভাপদি পদে সদ্য সাবেক সভাপতি শরিফুল ইসলাম (বাইসাইকেল), রফিকুল ইসলাম (ছাতা), মোসলেম উদ্দিন (দোঁয়াত কলম), আনোয়ার হোসেন (চেয়ার) ও সাধারন সম্পাদক পদে সদ্য সাবেক সাধারন সম্পাদক দুলাল উদ্দিন (তীর ধনুক), জিয়াউর রহমান (গরুর গাড়ি), ওয়াহেদুজ্জামান (ফুটবল), সাইদুজ্জামান সেলিম (হরিণ) এবং কোষাধ্যক্ষ পদে আসাদুজ্জামান (কলসি) প্রতিক নিয়ে ১৩ টি পদে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।