ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজাকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিএনপির দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটন।
পূজা উদযাপন পরিচালনা কমিটির সভাপতি শ্রী শংকর রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক আতাউর রহমান শামীম, আনিসুজ্জামান মৃধা, আব্দুল আওয়াল ফরাজী, জিয়াউল হাসান জামিল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দাস, পূজা উদযাপন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রণব আচার্য, ত্রিশাল কেন্দ্রীয় মন্দিরের সভাপতি নিতায় রায়, আশুতোষ চন্দ্র কর্মকার প্রমূখ।