ক্রীড়াঙ্গন সংস্কারে সার্চ কমিটি গঠন, যারা আছেন

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার চেয়ারে বসেই দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে একের পর এক উদ্যোগ নিচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দায়িত্ব নিয়েই একটি সার্চ কমিটি গঠনের ঘোষণা দিয়েছিলেন তিনি। এবার ক্রীড়াঙ্গনের সংস্কারে পাঁচ সদস্যের সার্চ কমিটি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বৃহস্প‌তিবার (২৯ আগস্ট) সহকারী সচিব হুমায়ন কবীরের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হ‌য়।

সার্চ কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া‌বিদ ও সা‌বেক জাতীয় ব‌্যাডমিন্টন চ‌্যা‌স্পিয়ন মো. জোবায়দুর রহমান রানা। ক‌মি‌টির অন‌্য সদস্যরা হ‌লেন— সাবেক হকি খেলোয়াড় মেজর (অব.) ইমরোজ আহমেদ, ক্রীড়া সাংবাদিক ও প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, ক্রীড়া সংগঠক মহিউদ্দিন আহমেদ বুলবুল ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক মন্টু কায়ছার।

সার্চ ক‌মি‌টি জাতীয় ক্রীড়া প‌রিষদ আইন ২০১৮ এর আলোকে ফেডা‌রেশন, অ্যাসো‌সি‌য়েশন ও সংস্থারগু‌লোর চলমান কার্যক্রম সস্প‌র্কিত বিষয় পর্যা‌লোচনা ক‌রে আগামী দুই মা‌সের ম‌ধ্যে সরকা‌রের কাছে প্রস্তাব আকা‌রে পেশ করবে ব‌লে বলা হয়েছে।

পূর্বের খবরসরকার গঠন করলে গুমের বিরুদ্ধে আইন করব: তারেক রহমান
পরবর্তি খবরবন্যার্তদের জন্য ছবি এঁকে বিক্রি করছে বরিশালের চারুশিল্পীরা