ফারুক আহমেদ :
চলামান পেনশন স্কীম প্রত্যহারসহ তিন দফা দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি এক সংবাদ সম্মেলন করেছে।
সোমবার দুপুরে বিশ^বিদ্যালয়ের ভার্চুয়াল কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুষার কান্তি সাহা, সাধারণ সম্পাদক ড. মো: শফিকুল ইসলাম, সহ-সভাপতি আসিফ ইকবাল আরিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক ড. মাহবুবুর রহমান প্রমুখ। উক্ত সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক ড. সুজন আলী ফেডারেশনের পক্ষ থেকে বিশেষ বক্তব্য প্রদান করেন।