জামালপুরে বন্যার পানিতে ডুবে ৪ জনের মৃত্যু

118

জামালপুরে বন্যার পানিতে গোসল করতে নেমে ৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুলাই) বিকেলে মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুচর এলাকায় এই ঘটনা ঘটে।

মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ওই এলাকার বাবুল মিয়ার স্ত্রী রোকসানা বেগম (২৫), সবুজ মিয়ার মেয়ে সাদিয়া (১৪), গোলাপ উদ্দিনের মেয়ে খাদিজা (৯) ও দেলোয়ার হোসেনের মেয়ে দিশা আক্তার (১৭)। দিশা মেলান্দহের জাহানারার লতিফ মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বিকেলে দক্ষিণ বালুচর এলাকার পাশাপাশি বাড়ির তিন শিশু, এক কিশোরী ও এক গৃহবধূ ফসলি জমিতে বন্যার পানিতে গোসল করতে যান। গোসল করার একপর্যায়ে হঠাৎ করেই চারজন পানিতে তলিয়ে যেতে থাকেন। এ সময় দূরে থাকা এক কিশোরী তাদের তলিয়ে যাওয়া দেখে দৌড়ে বাড়িতে এসে ডাক-চিৎকার করে খবর দেন। খবর পেয়ে লোকজন গিয়ে দেখেন মরদেহ পানিতে ভেসে উঠেছে। এ সময় বেঁচে ফেরেন মারিয়া (১২) নামের এক শিশু।

স্থানীয় ইউপি সদস্য আজাদ আলী বলেন, দুপুরে এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্বের খবরআন্দোলনরত শিক্ষার্থীদের উসকানিদাতারা বেড়ে যাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি খবরতিন দফা দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন