
বৃহস্পতিবার চীনের সময় অনুযায়ী সকাল নয়টায় সমাবর্তন অনুষ্ঠিত হয়। এই সমাবর্তনে বাংলাদেশের ছয় শিক্ষার্থী অংশগ্রহণ করে। যারা হলেন ড.মো.শফিকুল ইসলাম,ড.কুমার দেবাশিস দত্ত, ড.মল্লিকা সাহা, ড. মাঞ্জুরুল আলম, ড. রেবেকা আহমেদ এবং ফারেনা আহমেদ। প্রথম পাঁচজন পিএইচডি ডিগ্রি অর্জন করে এবং একজন শুধু মাস্টার্স ডিগ্রি অর্জন করে। যার মধ্যে প্রথম তিনজন বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মো. শফিকুল ইসলাম ডিগ্রি অর্জন করে ২০২২ সালে,মল্লিকা সাহা ও দেবাশিষ দত্ত ২০২১ সালে ডিগ্রি অর্জন করে।বাকি তিনজন ২০২৪ সালে ডিগ্রি অর্জন করে।যার মধ্যে আইনে ডিগ্রি অর্জন করেন আইনজীবী মাঞ্জুরুল আলম এবং রেবেকা আহমেদ।এই সমাবর্তনে প্রায় ৮০০০ শিক্ষার্থী ডিগ্রি প্রাপ্ত হয়। যেখানে পিএইচডি ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত হয় ১১২ জন,মাস্টার্স ডিগ্রি অর্জন করে ৩৪৪৩ জন এবং আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করে ৪৩৭৪ জন। যার মধ্যে ৬০ বা তার বেশি বিদেশী শিক্ষার্থী ডিগ্রি অর্জন করে,এখানে মোট ২০টি স্কুলের শিক্ষার্থী এই সমাবর্তনে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ইয়াং চানমিং এবং বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ বক্তৃতা রাখেন। দুইজন শিক্ষার্থী বক্তৃতা রাখে। প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান করেন। গ্র্যাজুয়েটদের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। প্রত্যেক স্কুল থেকে শিক্ষার্থীদের বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে থাকে। সমাবর্তন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টি চীনের উহানে ১৯৪৮ সালে স্থাপিত হয়।