ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
পিতার অনুসৃত পথে জনসেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন ত্রিশাল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার সাদাত। বাবা মানুষকে ভালবেসে সেবা করে গেছেন ঠিক আমিও মানুষের অকৃপন ভালবাসায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছি।
তিনি ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল খালেকের বড় ছেলে । তিনি বলেন, আমার পিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মানুষের ভালবাসায় মৃত্যুর আগ পর্যন্ত তিনি ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। উনার জনসেবা জন সম্পৃক্ততা থেকে আমি শিখেছি মানুষের ভালবাসা কিভাবে পেতে হয়।বাবার দেখানো পথে দলমতের উর্দ্ধে থেকে ত্রিশালবাসী আমাকে বিপুল ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। আমিও পিতার অনুসৃত পথে ত্রিশালের মানুষের আজীবন সেবা করার প্রতিজ্ঞা করছি। নির্বাচিত হওয়ার পর যুগান্তরকে তিনি এসব কথা বলেন।
উপজেলা পরিষদের সাবেক তিন চেয়ারম্যান পুত্রের ভোট যুদ্বের লড়াইয়ে আনোয়ার বিজয়ী হন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রাথমিক ফলাফল ঘোষণা শুরু হয়। তৃতীয় ধাপে ত্রিশাল উপজেলা পরিষদের এ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও তিন পদেই এসেছে নতুন মুখ।
রাত সাড়ে ১০টায় প্রাথমিক ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ। ঘোষিত ফলাফলে আনোয়ার সাদাত আনোয়ার (কাপ পিরিচ) প্রতীক নিয়ে ৩৯৩৬৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার ৩১৮৮৭ ভোট পেয়েছেন। জুয়েল সরকার সদ্য বিদায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগের সাবেক এমপি আব্দুল মতিন সরকারের ছেলে। এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহিম খলিল নয়ন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিরিন ইসলাম চায়না নির্বাচিত হয়েছেন।