ফারুক আহমেদ,ত্রিশাল :
আগামী ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় পর্বে ময়মনসিংহের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ এ লক্ষে গতকাল সোমবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ করা হয়েছে। এতে আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম মোঃ সামছুদ্দিন পেয়েছেন আনারস প্রতীক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পেয়েছেন মটর সাইকেল, উপজেলা যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম সরকার জুয়েল পেয়েছেন কৈ মাছ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীনের ছেলে মাজহারুল ইসলাম জুয়েল পেয়েছেন দোয়াত কলম এবং বিএনপির সাবেক এমপি আব্দুল খালেকের ছেলে আনোয়াার সাদাত পেয়েছেন কাপপিরিচ প্রতীক। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর আকন্দ পেয়েছেন তালা প্রতীক, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল নয়ন পেয়েছেন টিউবওয়েল এবং ১ নং ধানীখোলা ইউনিয়ন আওয়াামী লীগের সাধারণ সম্পাদক হাফেস মীর মোঃ সারোয়াার পেয়েছেন চশমা প্রতীক। অপর দিকে মহিলা ভাইস চেয়াম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মাহমুদ খানম রুমা পেয়েছেন পদœফুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেসা বিউটি পেয়েছেন হাঁস ও শিরিন ইসলাম চায়না পেয়েছেন কলস প্রতীক।