কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ

ফারুক আহমেদ :
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও শশী ফাউন্ডেশনের বাস্তবায়নে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৫২ শিক্ষার্থীকে ৪ হাজার ৬শত ১৫ টাকা করে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে। মোট ২ লাখ ৩৯ হাজার ৯শ ৮০ টাকার চেক বিতরণ করা হয়েছে।
গতকাল রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রেেফসর ড. আতাউর রহমান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড.হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও সাংবাদিক খোরশিদুল আলম মুজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনম, ত্রিশাল উপজেলা দুর্নীতী প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ, শশী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম কিরণ, বিশ^বিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক ( জনসংযোগ) ও পিএসটু ভিসি এস. এম. হাফিজুর রহমান প্রমুখ।

পূর্বের খবরময়মনসিংহে মর্গে থাকা মা ও হাসপাতালে চিকিৎসাধীন শিশুর পরিচয় মিলেছে
পরবর্তি খবরত্রিশালে আন্তর্জাতিক নার্স দিবসে র‍্যালী ও আলোচনা সভা