নজরুল বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথের ১৬৩তম জন্মজয়ন্তী পালন

80

ফারুক আহমেদ :
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তীতে কবিগুরুকে স্মরণ করে তাঁর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। বুধবার উপাচার্যের কার্যালয়ে কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনম, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জীসহ অন্যরা।
রবীন্দ্রনাথের জন্মদিনে কবিগুরুর প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, রীবন্দ্রনাথ প্রকৃত অর্থে একজন মানুষ। তিনি তাঁর মানবচরিত্র নিয়েই আমাদের মধ্যে বেঁচে ছিলেন। বেঁচে থাকবেন। আমাদের যাপিত জীবনে; আমাদের প্রাত্যহিক জীবনে রবীন্দ্রনাথের চিন্তা ও দর্শনকে কাজে লাগাতে হবে।

পূর্বের খবরময়মনসিংহের ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার দায়ে আটক -৪
পরবর্তি খবরপরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ