ফারুক আহমেদ :
ষষ্ঠ উপজেলা পরিশষদ নির্বাচনের প্রথম ধাপে ময়মনসিংহে তিনটি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ১১টা পর্যন্ত ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিছু ভোটারদের উপস্থিতি দেখা মিলছে। সকাল সাড়ে দশটায় ময়মনসিংহের হালুয়াাঘাটে শাকুয়াই বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি এবং জাল ভোট দেওয়ার পায়তারা করলে চারজনকে আটক করা হয়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার জাকির হোসেন। তিনি আরো বলেন, আটকের খবর ছড়িয়ে পড়লে ভোট কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। হালুয়াঘাট উপজেলায় ১২ টি ইউনিয়নর মধ্যে ভোট কেন্দ্র রয়েছে ৯৪ টি ও ভোট কক্ষ রয়েছে ৬৯২ টি। উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৮১৮৮১জন। এর মধ্যে পুরুষ ১৪০৯১২, নারী ১৪০৯৬৮ ও হিজরা ১ জন।