ময়মনসিংহে নির্বাচনী দায়িত্ব পালন কালে দুর্ঘটনার কবলে ইউএনওর গাড়ি

92

ফারুক আহমেদ :
ময়মনসিংহে নির্বাচনী দায়িত্ব পালন কালে জেলার ঈস্বরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান প্রিন্সকে বহন করা সরকারি গাড়ির সাথে বাসের মুখোমুখী সংঘর্ষে সরকারি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার সকাল পৌনে ৬টার দিকে জেলার ফুলপুর উপজেলা উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন কালে তাকে বহন করা গাড়িটি শেরপুর সড়কের সিংহেশ্বর ইউনিয়নের হরিরামপুর এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
ফুলপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, শেরপুরগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। এতে দুমড়ে-মুচড়ে গেছে ঈশ্বরগঞ্জের ইউএনও’র সরকারি গাড়ির সামনের অংশ। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ইউএনও। আহত অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম জানান, আরিফুর রহমান প্রিন্স এখন সুস্থ আছেন।

পূর্বের খবরকবি নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
পরবর্তি খবরময়মনসিংহের ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার দায়ে আটক -৪