ত্রিশালে চাষ এগ্রো ফিড মিলে অগ্নিকান্ডে ৪০ লাখ টাকার ক্ষতি

88

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের ভাটিপাড়া এলাকায় চাষ এগ্রো ফিড মিলে অগ্নিকান্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত শনিবার (২৮ এপ্রিল) দুপুরে ত্রিশাল পৌর শহরের ভাটিপড়া এলাকায় চাষ এগ্রো ফিড মিলে আকষ্মিকভাবে আগুন লেগে যায়। এসময় আগুনে ফিড মিল টির ব্যাপক ক্ষতি সাধিত হয়।

স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে স্টেশন অফিসার সাদিকুর রহমানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের টীম দীর্ঘ সময়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষনে আগুনে ফিডমিলের মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়।

চাষ এগ্রো ফিড মিলের সত্ত্বাধিকারী মো: আবু ফয়সাল খান জানান, আকষ্মিক আগুনে ফিড মিলের ব্যাপক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে প্রায় চল্লিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছি। তবে সবকিছু দেখার পর এর পরিমাণ আরও বাড়তে পারে বলে তিনি জানান।

পূর্বের খবরনজরুল বিশ্ববিদ্যালয়ে বাউল ও লোকগানের কর্মশালার উদ্বোধন
পরবর্তি খবর৭ মে পর্যন্ত হজ ভিসা আবেদনের সময় বাড়ল