জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন মঞ্জুর করেছেন আদালত। নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও রমনা থানায় দায়ের করা ছয় মামলায় জামিন পান তিনি। ছয় মামলার মধ্যে পল্টন থানার চার ও রমনা থানার দুটি মামলা রয়েছে।

২৫ এপ্রিল, বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আস্ সামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

গয়েশ্বর চন্দ্রের আইনজীবী হান্নান ভূঁইয়া ও সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছয়টি মামলায় গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের ঘটনায় দায়ের করা হয়েছিল।

পূর্বের খবররোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি
পরবর্তি খবরজেনে নিন হিট স্ট্রোকের কারন ও লক্ষণগুলো