ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনের গণ-বিজ্ঞপ্তি প্রকাশ

182

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ ৩য় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে মর্মে গণ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ময়মনসিংহ ও রিটার্নিং অফিসার ত্রিশাল উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ মোঃ মাহমুদুল আলম বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনের গণ-বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২মে অনলাইনের মাধ্যমে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই হবে ৫ মে, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্বান্তের বিরুদ্বে আপিল দায়ের এর তারিখ নির্ধারণ করা হয় ৬ মে। আপিল নিষ্পত্তি ৯-১১ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২মে,
প্রতীক বরাদ্ব ১৩ মে এবং ভোট গ্রহণের তারিখ ২৯ মে বুধবার ঘোষণা করা হয়েছে। গণ-বিজ্ঞপ্তি অনুযায়ী ওইদিন সকাল ৮ টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এছাড়াও ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সকল প্রকার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ত্রিশাল উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান।

পূর্বের খবরকেন মার্কিন ডলার এশিয়াজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে
পরবর্তি খবরত্রিশালে গণসংযোগে হাফেজ মীর সারোয়ার