ময়মনসিংহে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ভাই-বোনের মৃত্যু, বাবা-মাসহ আহত-৩

147

ফারুক আহমেদ, ময়মনসিংহ :
ময়মনসিংহের তারাকান্দায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মা-বাবাসহ তিনজন আহত হয়েছেন। গতকাল রবিবার সকাল ৮টার দিকে শেরপুর-ময়মনসিংহ সড়কের তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার চর শিমুলচরা গ্রামের মোকাদ্দেস রহমান তোরাব ও মা মনিরা বেগম দম্পতির ছেলে আনাছ আহনাফ (৩) মেয়ে মাশুরা নোকাদ্দেছ তানাছ (১৫)।
তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত দেহগুলো উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, ঢাকা থেকে ধোবাউড়া উপজেলার গোয়াতলার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই-বোন প্রাণ হারায়। তাদের মা বাবাসহ ৩ জন আহত হন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আহত ৩ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বের খবরময়মনসিংহে বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ভাই-বোনের
পরবর্তি খবরত্রিশালে ম্যাজিস্ট্রেট সিয়ামের ক্ষমতার অপব্যবহার অভিযোগে সংবাদ সম্মেলন