ময়মনসিংহে বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ভাই-বোনের

145

অনলাইন ডেস্ক : ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই ভাইবোন নিহত হয়েছে। এ ঘটনায় নিহতদের বাবা-মা আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
আজ রোববার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে তারাকান্দা দক্ষিণ বাজারে জামান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলো আনাছ আহনাফ (২) ও তার বোন মাশুরা নোকাদ্দেছ তানাছ (১৬)।
তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, শেরপুর থেকে আসা ঢাকাগামী মাইক্রোবাসটির সঙ্গে বিপরীতমুখী শেরপুরগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা দুই ভাই-বোন ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় গুরুতর আহত হন তাদের বাবা-মা। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়। ঘাতক বাসটিকে পুলিশ জব্দ করলেও চালক পলাতক।

পূর্বের খবরময়মনসিংহে দেশে প্রথমবারের মত নিজেদের নির্মিত মসজিদে নামাজ আদায় ও ধর্মীয় শিক্ষা নিচ্ছেন হিজড়ারা
পরবর্তি খবরময়মনসিংহে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ভাই-বোনের মৃত্যু, বাবা-মাসহ আহত-৩