ত্রিশাল প্রতিনিধি :
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ২৬ মার্চ মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে স্থানীয় সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামানের পক্ষ থেকে, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, ত্রিশাল পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পাশাপাশি ঐতিহ্যবাহী ত্রিশাল প্রেসক্লাব পুষ্পস্তবক অর্পণ করে।
সূর্যোদয়ের সাথে সাথেই ত্রিশালের দরিরামপুরে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে ত্রিশাল প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন।
ত্রিশাল প্রেসক্লাবের সহযোগি সদস্য রুকুনুজ্জামান সরকার রাহাদ, কালবেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল ফাহাদ প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।