ফারুক আহমেদ, ত্রিশাল :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমকন বলেছেন বর্তমান ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে। গত নির্বাচনে জনগন ভোট দিতে যায়নি। আওয়ামী লীগ নেতা-কর্মীরা টাকা পাচার করেছে বলেই ব্যাংকগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। তিনি গতকাল রবিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় একটিপার্কে ইফতার মাহফিল ও আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন। তিনি বলেন সরকার বিএনপি নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভুঁইয়ার সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরাকন সালেহ প্রিন্স, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির প্রথম যুঁগ্ন আহবায়ক জাকির হোসেন বাবলু প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।