ত্রিশাল পৌর সভার উপনির্বাচনে আমিন সরকার বিজয়ী

260

ফারুক আহমেদ, ত্রিশাল :
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার উপ-নির্বাচনে আমিনুল ইসলাম আমিন সরকার নারিকেল গাছ প্রতীক নিয়ে ১০ হাজার ২ শত ৮৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দী বর্তমান সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামানের স্ত্রী শামীমা আক্তার জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৩ শত ৪৫ ভোট।

৯ মার্চ শনিবার পৌর সভার ৯ টি ওয়ার্ডের ১৪ টি কেন্দ্রে ইবিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য গত বছরের ২৮ নভেম্বর ত্রিশাল পৌর মেয়রের পদ থেকে পদত্যাগ করে এবিএম আনিছুজ্জামান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে অংশগ্রহণ করায় মেয়র পদ শূন্য ঘোষণা করা হয়।

পরে চলতি বছরের ২৫ জানুয়ারি ত্রিশাল পৌরসভার উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। মোট ২৬ হাজার ৮২২ জন নারী-পুরুষ ভোটার ছিল।

পূর্বের খবর‘বীর মুক্তিযোদ্ধাদের নামে সড়ক ও স্থাপনার নামকরণ হবে’
পরবর্তি খবরত্রিশাল পৌরসভার উপনির্বাচন নতুন মেয়র নির্বাচিত হলেন বিএনপিনেতা আমিনুল ইসলাম সরকার