পৌরবাসীকে উন্নয়নের ভিন্নমাত্রার চমক দেখাতে চান মেয়র প্রার্থী আমিন সরকার

107

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ত্রিশাল পৌরবাসীকে উন্নয়নের ভিন্নমাত্রার চমক দেখাতে এবং
এই ক্ষুদ্র জীবনের গুরুত্বপূর্ণ সময়টুকু উৎসর্গ করতে চাই। আপনারা সবাই জানেন পারিবারিকভাবেই আমি মানুষের সেবা ও মানুষের পাশে থাকতেই পছন্দ করি। কথাগুলো আগামী ৯মার্চ অনুষ্ঠিতব্য ত্রিশাল পৌরসভার উপনির্বাচনে মেয়রপ্রার্থী আমিনুল ইসলাম আমিন সরকারের।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ত্রিশাল পৌরবাসীর জন্য একটি বার্তা দিয়েছেন। ওই বার্তায় তিনি বলেন, আমি আপনাদের এই ত্রিশাল পৌরসভার আলো বাতাসে বড় হয়েছি। আপনাদের স্নেহ-ভালবাসায় বেড়ে উঠেছি।
আপনারা সবাই জানেন আমার পিতা মরহুম আব্দুর রশিদ চেয়ারম্যান। তিনি দুই বার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন। তিনি ত্রিশাল পৌরসভারও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তিনি একজন সজ্জন, নির্লোভ ও মিশুক মানুষ হিসেবে সর্বমহলের কাছে গ্রহণযোগ্য মানুষ ছিলেন। আমিও আমার পিতার পদাংঙ্ক অনুসরণ করে তার দেখানো পথে তাঁর নীতি ও আদর্শের ধারক বাহক হয়ে আপনাদের সেবায় নিয়োজিত থাকতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

আমিন সরকার বলেন, মানুষের জন্য আমি আমার এই ক্ষুদ্র জীবন উৎসর্গ করতে চাই। আপনারা সবাই জানেন পারিবারিকভাবেই আমি মানুষের সেবা ও মানুষের পাশে থাকতে পছন্দ করি। এই ত্রিশাল আমার জন্মস্থান। জন্মেছি ত্রিশালে, মরতেও চাই ত্রিশালের মাটিতেই। ত্রিশাল পৌরবাসীর জন্য আমি আমার জান মাল কুরবানী দিতেও দ্বিধা করি না ইনশা আল্লাহ।

কারো রক্তচক্ষুকে ভয় পেয়ে আমি মানুষের পাশে থেকে সরে দাঁড়াবো না। এক পরম করুনাময় আল্লাহকে ছাড়া আমি কাউকে ভয় পাই না। আমি লড়ে যাবো এই ত্রিশালবাসীর জীবনের উন্নয়নের জন্য।

তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি আসন্ন পৌরসভা নির্বাচনে আমার প্রতীক নারিকেল গাছ এর পক্ষে আপনাদের অকুণ্ঠ সমর্থন, ভোট ও দোয়া প্রার্থী।

নির্বাচন কমিশনের প্রতি আস্থা রেখে নির্বাচনে অংশ নিয়েছি উল্লেখ করে আমিন সরকার বলেন, আমার বিশ্বাস, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও পেশী শক্তির প্রভাবমুক্ত একটি নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।
ত্রিশাল পৌরসভার উপনির্বাচন আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে সময় যতো ঘনিয়ে আসছে প্রচারনার উত্তাপও বাড়ছে পাল্লা দিয়ে। নির্বাচনে মেয়র পদে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন আমিনুল ইসলাম আমিন সরকার। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন আর প্রর্থনা করছেন ভোট। গণসংযোগ, প্রচারণা ও মতবিনিময়ের মাধ্যমে ভোটারদের মন জয় করে ভোট নিজের বাক্সে আনার চেষ্টা করছেন আমিন সরকার।

মেয়র প্রার্থী আমিন সরকার সততা ও নিষ্ঠার সঙ্গে উন্নয়ন কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ভোট চেয়ে প্রাচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। নির্বাচিত হলে ত্রিশাল পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তর করবেন বলে জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছেন।

পূর্বের খবরত্রিশাল রিপোটার্স ক্লাবের সভাপতি কামাল,সম্পাদক ফারুক নির্বাচিত
পরবর্তি খবরনজরুল বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭মার্চ পালন