ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে বিজয়ের মাস উপলক্ষে উত্তর পাড়া যুব সমাজের আয়োজনে সিনিয়র ও জুনিয়র ফুটবল ফাইনাল খেলা শনিবার বিকেলে কাঁঠাল বিলবোকা খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলা উদ্বোধন করেন খেলার উদ্বোধক যুগান্তর প্রতিনিধি ও ত্রিশাল প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি খোরশিদুল আলম মজিব ।খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাঠাল ইউপি চেয়ারম্যান নুরে আলম ছিদ্দকী। ক্লাবের সভাপতি আসাদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সরকার,সমাজ সেবক বোরহান উদ্দন সোহেল,হালিমা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বাবুল হোসেন,আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান,খবিরুজ্জামান প্রমুখ। খেলায় জুনিয়র একাদশ ২-১ গোলে সিনিয়র একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ীদের মাঝে ট্রফি প্রদান করা হয়।