তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে আগুন, নিহত ৪

85

অনলাইস ডেস্ক : রাজধানীর তেজগাঁওয়ে চলন্ত ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে। এতে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোররাতে নেত্রনোণা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
তিনি জানান, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোণা থেকে ছেড়ে আসে। এটি তেজগাঁও স্টেশন ছেড়ে চলা শুরু করতেই আগুন লাগে। ভোর ৫টা ৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে ৫টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, এ ঘটনায় আমরা এখন পর্যন্ত ৪ জন নিহতের খবর পেয়েছি। তারা সবাই রেলের যাত্রী ছিলেন। সকাল ৬টা ৪৫ মিনিটে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নির্বাপনের কাজ চলছে।
নিহতদের মধ্যে একটি শিশু, একজন নারী ও দুইজন পুরুষ। এর মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাদিরা আক্তার পপি (৩৫) এবং তার তিন বছরের শিশু সন্তান ইয়াসিন।

আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। তবে রেলের কর্মকর্তারা বলছেন, বিমানবন্দর স্টেশন ছেড়ে আসার পরপরই চলন্ত ওই ট্রেনটিতে আগুন জ্বলতে দেখা যায়। এতে সাতটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পূর্বের খবরজুয়ার আসর থেকে প্রাথমিকের প্রধান শিক্ষক, ইউপি সদস্যসহ আটক ১৪
পরবর্তি খবরআমি মানুষের সেবক হিসাবে পাশে থেকে ত্রিশালের উন্নয়ন করতে চাই – এমপি প্রার্থী আনিছ