ত্রিশাল মুক্ত দিবসে বর্ণাঢ্য বিজয় র‍্যালী ও আলোচনা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
৯ ডিসেম্বর ত্রিশাল মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রসাশনের আয়োজনে বর্ণাঢ্য বিজয় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালী শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল পৌরসভার সচিব নওশিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হেকিম, মুক্তিযোদ্ধা দলের আহবায়ক জাকারিয়া, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য; ১৯৭১ সালের ৯ ডিসেম্বর এই দিনে ময়মনসিংহের ত্রিশাল থানা পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল। ওই সময়ে এই দিন মেজর আফসার বাহিনীর যুদ্ধকালীন কমান্ডার আনছার উদ্দিন ও কমান্ডার আব্দুল বারীর নেতৃত্বে গভীর রাতে নওধার হয়ে সুতিয়া নদী পাড় হয়ে সুতিয়া নদীর পাড়ে অবস্থিত ত্রিশাল থানায় মুক্তিযোদ্ধারা পাক বাহিনীর ওপর হামলা করে। ভোর পর্যন্ত গুলি বিনিময় শেষে রাজাকাররা আত্মসমর্পন করে এসময় কয়েকজন রাজাকার পালিয়ে যান। সকালে মুক্তিযোদ্ধো সংগঠক তৎকালীন জৈমত আলী ৯ ডিসেম্বর সকালে স্থানীয় নজরুল একাডেমি মাঠে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করে। এ সময় ১০ রাজাকারকে আটক করতে সক্ষম হয় মুক্তিবাহিনী। কিন্তু এই আনন্দঘন সময়ে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। ওই সময় উল্লাস করতে গিয়ে নিজের বুলেট বিদ্ধ হয়ে ফুলবাড়িয়া গিয়াস উদ্দিন নামে এক মুক্তিযোদ্ধা শহীদ হন।

পূর্বের খবরত্রিশালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা
পরবর্তি খবরদুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে তথ্য অফিসের সভা, প্রচার ও সিনেমা