ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলায় ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে।
২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত জেসমিন প্রকল্পের আওতায় দুই উপজেলার দশটি ইউনিয়নে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল বিদ্যালয় পর্যায়ে চিত্রাঙ্গন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, উৎপাদক দলের সভা, জেসমিন প্রকল্পের স্টাফ ও কমিউনিটি ফ্যাসিলিটেটর এবং এলাকাবাসীদের নিয়ে নারী নির্যাতন প্রতিরোধকল্পে আলোচনা, র্যালি এবং লিফলেট বিতরণ করা হয়।
অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের আওতায় উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে। আয়োজকরা জানান, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাই এই প্রচারণার মূল লক্ষ্য।
এ সকল কার্যক্রম পরিচালনা করেন জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, জেন্ডার ডিজেস্টার এন্ড ক্লাইমেট চেইন্জ অফিসার মাহমুদুল হাসান, বিজনেস ডেভলপমেন্ট অফিসার আবিদ হাসানসহ আরো অনেকে।
স্থানীয় নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, শিক্ষক, নারী নেত্রী ও বিভিন্ন পেশার মানুষ কর্মসূচি গুলোতে অংশগ্রহণ করেন এবং নারী নির্যাতনমুক্ত সমাজ গঠনে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।




